Xiaomi 12, Xiaomi 12 Pro, ও Xiaomi 12X গ্লোবাল মার্কেটে লঞ্চ হল কয়েকদিন আগে। তিনটি ফোনই গতবছরের শেষের দিকে ডিসেম্বরে চীনের বাজারে লঞ্জ হয়েছিল। ফোনগুলো শাওমির ফ্ল্যাগশিপ রেঞ্জের ফোন। Xiaomi 12 Pro ফোনটি শীঘ্রই ভারতে লঞ্চ হবে।
শাওমি মোবাইল এবার অসাধারণ ফিচারের সাথে নতুন ফোন নিয়ে আসছে আমাদের মাঝে এবং সেই ফোনটি হল Xiaomi 12 Pro। এই ফোনটির ফিচার খুব সহজে সকলের নজর কাড়বে। এই মোবাইলটি হতে চলেছে শাওমি মোবাইলগুলোর মধ্যে অন্যতম সেরা ফোন।
Xiaomi 12, Xiaomi 12 Pro ফোনে ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ১ প্রসেসর। আবার স্ন্যাপড্রাগন ৮৭০ প্রসেসর সহ এসেছে Xiaomi 12X। এছাড়া ফোন তিনটিতে পাওয়া যাবে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর সহ ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ।
• LTPO AMOLED, 1B colors, 120Hz, Dolby Vision, HDR10+, 1000 nits (HBM), 1500 nits (peak)
• 6.73 inches, 109.4 cm2 (~89.6% screen-to-body ratio)
• Qualcomm SM8450 Snapdragon 8 Gen 1 (4 nm)
• Camera Main
50 MP, f/1.9, 24mm (wide), 1/1.28″, 1.22µm, Dual Pixel PDAF, OIS
50 MP, f/1.9, 48mm (telephoto), PDAF, 2x optical zoom
50 MP, f/2.2, 115˚ (ultrawide)
• Camera Selfie
32 MP, f/2.5, 26mm (wide), 0.7µm
• Li-Po 4600 mAh, non-removable
Xiaomi 12 Pro ফোনের দাম:
শাওমি ১২ প্রো ফোনের প্রাথমিক ভ্যারিয়েন্ট ৮ জিবি + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের মূল্য ৯৯৯ ডলার ( বাংলাদেশী প্রায় ৮৫,০০০ টাকার মতো পরবে)
Post a Comment